রাবি প্রতিনিধি

২৮ জানুয়ারি, ২০১৮ ২০:৩৪

রাবির রাষ্টবিজ্ঞান বিভাগের সভাপতির পদত্যাগ

বিভাগের শিক্ষকদের অন্তর্দ্বন্দ্বের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড. নাসিমা জামান পদত্যাগ করেছেন।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে উপাচার্যের কাছে তিনি অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. লুৎফর রহমান।

তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক এম এ বারী বলেন, 'আমার কাছে এখনো কোনো কাগজ আসেনি। তবে আমি শুনেছি অব্যাহতিপত্র জমা দিয়েছেন। পদত্যাগ আর অব্যাহতি কি এক জিনিস হলো। হয়তো উনি উপাচার্য মহাদয়ের নিকট আবেদন করেছেন। আমার কাছে এখনো কোনো নথি আসেনি।'

এর আগে দুপুরে ঘণ্টাব্যাপী সভাপতির পদত্যাগ দাবিতে বিভাগের বারান্দায় অবস্থান নেয় বেশকিছু শিক্ষার্থী।

২০১৬ সালের ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৪৭৫তম সিন্ডিকেট সভায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকদের চলমান দ্বন্দ্বের কারণে সভাপতির পদ থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিভাগের স্বার্থে পদত্যাগের বিষয়ে অধ্যাপক নাসিমাকে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান অনুরোধ জানাবেন বলেও সিদ্ধান্ত হয় একই সিন্ডিকেটে। তবে এতদিনেও তিনি পদত্যাগ করেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিভাগের চতুর্থ বর্ষের কয়েকজন শিক্ষার্থী জানান, 'ম্যাম আসার পর থেকে বিভাগের অন্য কোনো শিক্ষক তাকে সমর্থন করছেন না। তিনি এক প্রকার জোর করেই চেয়ারে আছেন। ঠিকমত ক্লাস কিংবা কোনো পরীক্ষা নিতে পারছেন না। বিভাগের ইতিহাসে অক্টোবরেই পরীক্ষা হওয়ার কথা। কিন্তু জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে উনি কিছুই করতে পারেননি। সভাপতি হিসেবে উনি পুরোপুরি ব্যর্থ। তাই আমরা চাচ্ছি, উনি সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি নেন।'

বিভাগের শিক্ষকদের অন্তর্দ্বন্দ্ব চলমান থাকার সুযোগে কোনো পক্ষ তাদের বাধ্য করেছে কি না জানতে চাইলে তারা বলেন, 'আমরা কারও কথায় এটা করছি না। আমরা বাধ্য হয়েই তাঁর পদত্যাগ চাচ্ছি। ১১ ফেব্রুয়ারি আমাদের পরীক্ষা অথচ আমরা রুটিন পাচ্ছি না। ম্যাম কোনো শিক্ষককে বসাতে পারছেন না। আমরা আর জটে পড়তে চাই না।'

প্রক্টর বলেন, 'আজ নাসিমা জামান উপাচার্যের চেম্বারে গিয়ে ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। এই পদত্যাগপত্র ১ তারিখে কার্যকর হবে। আপাতত সংকট নিরসন।'

তবে পদত্যাগের বিষয়ে জানতে নাসিমা জামানকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায় নি।

আপনার মন্তব্য

আলোচিত