সিলেটটুডে ডেস্ক

০৩ ফেব্রুয়ারি , ২০১৮ ১৭:৫২

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩১তম সিন্ডিকেট অধিবেশন অনুষ্ঠিত

শনিবার অনুষ্ঠিত হয়ে গেল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩১ তম সিন্ডিকেট অধিবেশন। সকাল সাড়ে দশটায় ভাইস-চ্যান্সেলর সচিবালয়ের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়েন সর্বোচ্চ মর্যাদাপূর্ণ এ সভাটি অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলমের সভাপতিত্ত্বে এ অধিবেশনে সিন্ডিকেট সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট-৪ আসনের সংসদ সদস্য  ইমরান আহমেদ, শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) চৌধুরী মুফাদ আহমেদ, রিসার্চ ট্রেনিং এন্ড ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী ড. আহমদ আল কবির, কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ কবির ইকরামুল হক,  বাংলাদেশ প্রাণি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. তালুকদার নূরুন্নাহার, বাকৃবির আইসিএফ এর মহাপরিচালক প্রফেসর ড. রফিকুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, পরিকল্পনা কমিশরের সিনিয়র সচিব প্রফেসর ড. শামসুল আলম, বাকৃবির সাবেক ভাইস চ্যান্সেলর ইমেরিটাস প্রফেসর ড. এম. সাত্তার মন্ডল, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি ও টক্সিকোলজি বিভাগের প্রফেসর ড. ছিদ্দিকুল ইসলাম, একই বিভাগের প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাঃ তরিকুল আলম, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ। সিন্ডিকেটের সচিব হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম।  

অধিবেশনের শুরুতে সিন্ডিকেট সভাপতি উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। সম্প্রতি দেশ বিদেশের যে সকল গন্যমান্য ব্যাক্তিগণ পরলোক গমন করেছেন তাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করেছে এই সিন্ডিকেট। এছাড়াও এই সিন্ডিকেট অধিবেশনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিন্ডিকেট সদস্যবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত