এমসি কলেজ প্রতিনিধি

০৪ ফেব্রুয়ারি , ২০১৮ ১৭:২০

এমসি কলেজে বার্ষিক তাঁবুবাস ও মহাতাঁবু জলসার উদ্বোধন

শতবছরের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে বার্ষিক তাঁবুবাস ও মহাতাঁবু জলসার উদ্বোধন হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রোভার স্কাউট ডেন প্রাঙ্গণে বার্ষিক তাঁবুবাস ও মহাতাঁবু জলসার উদ্বোধন করেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল কুদ্দুছ।

এ সময় উপস্থিত ছিলেন রোভার স্কাউট সম্পাদক ও সহযোগী অধ্যাপক আআম রিয়াজ, সহযোগী অধ্যাপক ড. সাহেদা আখতার, রোভার স্কাউট আরএসএল সহকারী অধ্যাপক আব্দুল খালিক, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, প্রভাষক আব্দুল বাসিত প্রমুখ।

তিন দিনের বার্ষিক তাঁবুবাস ও মহাতাঁবু জলসায় এমএজি ওসমানী ক্যাম্পে সাতকরা, ডেফল ও কাকুঁড়া তিনটি উপদলে রোভার সহচররা অংশগ্রহণ করেছেন।

সন্ধ্যা ৬টায় রয়েছে মহাতাঁবু জলসা, সাংস্কৃতিক সন্ধ্যা। রয়েছে রোভারিংয়ের শতবর্ষ উপলক্ষে শত রোভারের অংশগ্রহণে শত মোমবাতি প্রজ্বলন সন্ধ্যা।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে দীক্ষা গ্রহণের মাধ্যমে রোভার হিসেবে বিশ্ব রোভারিংয়ের সদস্য হিসেবে সহচরদের গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এমসি কলেজ রোভার ক্রু কাউন্সিল সভাপতি আশরাফুল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত