সিলেটটুডে ডেস্ক

২৮ ফেব্রুয়ারি , ২০১৮ ০২:৪৬

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের রাফিদ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফিদ আদনান খান।

রাফিদ ২০১৬ সালে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হিসেবে সিজিপিএ ৪ এর মধ্যে ৪ পেয়ে স্নাতক সম্পন্ন করেন। তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও সর্বোচ্চ জিপিএ অর্জন করেছিল।

গত ২৫ ফেব্রুয়ারি ২০১৮ রোববার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাফিদের গলায় স্বর্ণপদক পরিয়ে দেন।

অনুষ্ঠানে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২৬৫ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেয়া হয়। দেশের ৯৬ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধুমাত্র দুইটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এ স্বর্ণপদক লাভ করে।

রাফিদের স্বর্ণপদক পাওয়ায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান তাকে অভিনন্দন জানিয়েছেন। উচ্চতর শিক্ষা শেষে রাফিদ নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করতে চায়।

আপনার মন্তব্য

আলোচিত