সিলেটটুডে ডেস্ক

২৯ মার্চ, ২০১৮ ১৬:৪০

কেমুসাস বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এনইইউব ডিবেটিং সোসাইটি

সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) কর্তৃক আয়োজিত ১১তম বইমেলা উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং সোসাইটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বুধবার (২৮ মার্চ) অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন 'ডেল্টা ডিবেটার্স ফ্যাক্টরি' কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ডিবেটিং সোসাইটি।

প্রতিযোগিতার ফাইনালে বিতর্কের বিষয় নির্ধারিত ছিলো 'বিদেশে উচ্চ শিক্ষাই মেধা পাচারের মাধ্যম।' এই বিষয়ের পক্ষে ছিলো এনইইউবি ডিবেটিং সোসাইটি এবং বিপক্ষে ছিলো শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ডেল্টা ডিবেটার্স ফ্যাক্টরি। বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল সেরা বিতার্কিক নির্বাচিত হন এনইইউবি ডিবেটিং সোসাইটি দলের দলনেতা তানিয়া সুলতানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ইকরামুল কবির। বিতর্ক অনুষ্ঠানটি বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উপভোগ করেন।

আপনার মন্তব্য

আলোচিত