সিলেটটুডে ডেস্ক

০৩ এপ্রিল, ২০১৮ ১২:৫৮

প্রাথমিক সমাপনীতে থাকছে না এমসিকিউ

আগামী বছর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আর বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন থাকছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (৩ এপ্রিল) প্রাথমিক স্তরের পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতি বাদ দেওয়ার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

এসময় মোস্তাফিজুর রহমান জানান সম্প্রতি অতিরিক্ত পরিমাণে প্রশ্নফাঁস হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে পিইসি পরীক্ষায় নজরদারি বাড়াতে পরীক্ষা পদ্ধতিতেও একাধিক পরিবর্তন আনা হতে পারে।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি সূত্রে জানা গেছে, শিগগির নতুন নিয়মে প্রশ্নপত্রের কাঠামো চূড়ান্ত করে একাডেমির ওয়েবসাইটে দেওয়া হবে।

এদিকে শিক্ষাবর্ষ শুরুর তিন মাস পর এ সিদ্ধান্ত নেওয়ায় অভিভাবক ও শিক্ষকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

 

আপনার মন্তব্য

আলোচিত