নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০১৮ ১৩:০১

হ্যাকারের কবলে শাবি'র ওয়েবসাইট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট হ্যাকারের কবলে পড়েছে। বুধবার (৪ এপ্রিল) গভীর রাতে নিজেকে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী পরিচয় দিয়ে সাইটটি তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লুলয সেক নামে একটি আইডি থেকে হ্যাকার নিজেকে বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পরিচয় দিয়ে হ্যাকের বিষয়টি জানান দেন।

হ্যাক করে দাবা খেলার গুটির ছবি দিয়ে রাখা হয়। ছবির ওপর যে কথা লেখা হয় বাংলায় তার অর্থ দাঁড়ায় ‘হে শাবিপ্রবি! দুর্গ গড়ে তোল? তোমরা নিরাপদ নও। আমাকে মনে রেখ, আমি তোমাদের ওয়েবসাইট হ্যাক করেছিলাম। এসডব্লিউই ২০১৭-১৮।’

এদিকে যদিও ওয়েবসাইটটিতে ঢোকা যাচ্ছে। তবে তা সচলভাবে কাজ করছে না।

এদিকে সকালে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও তথ্যকেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. জহিরুল ইসলাম  জানান, সাইটটি আবার চালু করার জন্য কাজ চলছে। নিজের নিয়ন্ত্রণে নিয়ে সাইট উন্নয়নের কাজ চলছে। পাশাপাশি হ্যাকের বিষয়টি অনুসন্ধানের চেষ্টা করছি।

আপনার মন্তব্য

আলোচিত