রাবি প্রতিনিধি

০৯ এপ্রিল, ২০১৮ ১২:৩০

ঢাবিতে হামলার প্রতিবাদে মধ্যরাতে রাবিতে বিক্ষোভ

কোটা সংস্কারের দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (৮ এপ্রিল) রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন। পরে বিভিন্ন হলের শিক্ষার্থীরা মিছিলে যোগ দেন।

মিছিলটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে শুরু করে বিনোদপুর গেট দিয়ে বের হয়ে  রাত ১টায় আবাসিক হলগুলো প্রদক্ষিণ করে পরে প্রধান ফটকে গিয়ে অবস্থান নেয়।

এসময় তারা রাবির প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারী শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, “ঢাকায় শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের ন্যক্কারজনক হামলার প্রতিবাদে আজ আমরা জনসমুদ্রে পরিণত হয়েছি। যত দিন কোটা সংস্কার করা না হবে, তত দিন আমাদের এ আন্দোলন চলবে।”

রাত আড়াইটার দিকে তারা সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান।

এর আগে রোববার দুপুরেও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-রাজশাহী মহাসড়ক চার ঘণ্টা অবরোধ করে আন্দোলন করেন এই শিক্ষার্থীরা।

আপনার মন্তব্য

আলোচিত