এমসি কলেজ প্রতিনিধি

০৯ এপ্রিল, ২০১৮ ১৫:৫৩

কোটা সংস্কারের দাবিতে এমসি কলেজ শিক্ষার্থীদের গণপদযাত্রা ও সড়ক অবরোধ

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা ও সড়ক অবরোধ করেছে এমসি কলেজের শিক্ষার্থীরা।

রোববার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টায় নগরীর টিলাগড়ে গণপদযাত্রা করে এমসি কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় সিলেট-তামাবিল সড়কের এমসি কলেজের প্রধান ফটকের সামনে আধা ঘন্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধুকার সংরক্ষণ পরিষদ সিলেট।

কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা শেষে সড়ক অবরোধ করে আন্দোলনকারীর বলেন, বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কার করে কমাতে হবে। চাকরিতে কোটা সব মিলিয়ে ১০ শতাংশে নামিয়ে আনতে হবে।

এ সময় ঢাকার শাহবাগে আন্দোলনকারীদের উপর পুলিশের কাঁদানে গ্যাস, টিয়ারশেল হামলার নিন্দা জানিয়ে বক্তারা ঢাকায় আটক আন্দোলনকারীদের করেছে মুক্তি দাবি করেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রোববার দুপুর থেকে ঢাকাসহ সারা দেশে গণপদযাত্রা কর্মসূচি পালন করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে সিলেটে কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা।

বর্তমানে চাকরিতে ৫৫ শতাংশ বিভিন্ন ধরনের অগ্রাধিকার কোটা রয়েছে। আর বাকি ৪৫ শতাংশ নিয়োগ হয় মেধা কোটায়। এ কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

আপনার মন্তব্য

আলোচিত