সিলেটটুডে ডেস্ক

০৯ এপ্রিল, ২০১৮ ১৭:১১

এনইইউবিতে শেষ হল দুই দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পেইন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পেইন শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮ ও ৯ এপ্রিল দুইদিনে ২০০ জন শিক্ষার্থীর ব্লাড গ্রুপ টেস্ট করা হয়।

রোববার (৮ এপ্রিল) এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যবসা প্রশাসন বিভাগের ডীন ড. তোফায়েল আহমদ বলেন, নিজের প্রয়োজনেই প্রত্যেক মানুষের রক্তের গ্রুপ জানা খুবই জরুরী। রক্তের গ্রুপ জানার পাশাপাশি সকলকে রক্তদাতা হয়ে উঠার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোশ্যাল সার্ভিস ক্লাবের উপদেষ্টা ও ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষক শামিম আল আজিজ লেলিন। ক্লাবের সভাপতি দিপু বিন হাসিব ও সহসভাপতি এবাদুল হক খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রথিন্দ্র গোপ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত রিজকা।

এতে উপস্থিত ছিলেন, ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাক নাদিম সানি, সহসাধারণ সম্পাদক আহমেদ মিসবাহ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোশ্যাল ক্লাবের সদস্য জান্নাতুল ফেরদৌস, তাহমিনা শিকদার ইমা, রুহেল আহমদ তোফায়েল, শফিউদ্দিন জুয়েল, শফি আহমেদ, ফাহিম হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত