নিজস্ব প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর, ২০১৫ ১২:২৬

এক দফা এক দাবি, ভিসি ছাড়ো শাবিপ্রবি : এবার আন্দােলনে শিক্ষার্থীরা

উপাচার্যের অপসারণ দাবিতে এবার আন্দোলনে নেমেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার উপাচার্যের অপসারণ চেয়ে তারা ক্যাম্পাসে মিছিল ও উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করে। দুপুর ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী চলছিলো।

উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়ার অপসারণ দাবিতে প্রায় পাঁচ মাস ধরে আন্দোলন চালিয়ে আসছেন বিশ্বিবদ্যালয়টির শিক্ষার্থীদের একাংশ। অবশেষে পাঁচ মাস পর শিক্ষকদের একাংশের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে শিক্ষার্থীরা।

আজ উপাচার্যের কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচীর পাশেই সকাল থেকে পূর্বঘোষিত অনশন কর্মসূচী পালন করছেন আন্দোলন 'মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ'।

বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী ভবনের সামনে থেকে উপাচার্যের পদত্যাগ চেয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিছিল বের হয়। মিছিল নিয়ে উপাচার্য কার্যালয়ের সামনে এসে অবস্থান কর্মসূচী শুরু করে শিক্ষার্থীরা।

 

এসময় 'এক দফা এক দাবি, ভিসি ছাড়ো শাবিপ্রবি, মোদের দাবি একটাই, ভিসির পদত্যাগ চাই, শিক্ষকদের অপমান সাস্টিয়ান মানে না, হামলাকারীর আস্থানা সাস্টে হবে না, শিক্ষকের অপমান, মানি না, মানবো না, মিথ্যুকের আস্থানা, সাস্টে হবে না'- এমন শ্লোগান দিতে থাকে। শ্লোগান শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠে উপাচার্য কার্যালয় এলাকা।

এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, শনিবারের মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে রবিবার থেকে আরো কঠোর কর্মসূচী দেবেন তারা।

এদিকে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ ও উপাচার্যের অপসারণ দাবিতে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে উপাচার্য ভবনের সামনে অনশন কর্মসূচী পালন করছেন আন্দোলনকারী শিক্ষকরা। আজকের মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে জানিয়েছেন 'মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ'-এর আহ্বায়ক অধ্যাপক সামসুল আলম।

'মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ' উপাচার্যের অপসারণ দাবিতে প্রায় পাঁচ মাস ধরে আন্দোলন চালিয়ে আসছেন। গত রোববার তাদের আন্দালন কর্মসূচীতে হামলা চালায় ছাত্রলীগ। এতে লাঞ্ছিত হন কয়েকজন শিক্ষক। এরপর নতুন মোড় নেয় আন্দোলন কর্মসূচী। আজকে যাতে যুক্ত হলো সাধারণ শিক্ষার্থীরাও।

আপনার মন্তব্য

আলোচিত