নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর, ২০১৫ ১৬:১২

শাহরিয়ার মৃত্যুরহস্য : কাঁদলেন জাফর ইকবাল, দাবি জানালেন সুষ্ঠু তদন্তের

জাফর ইকবাল বলেন,-'আমাদের তো কমন সেন্স আছে, যে মানুষ আত্মহত্যা করবে সে কি তার মোবাইল চার্জে রেখে যাবে, তার ল্যাপটপ কি চালু থাকবে।'

'অনলাইনে শাহরিয়ারের সাথে আমার একটা ছবি দেখলাম। আজ আমি বেঁচে আছি, কিন্তু সে নেই। অথচ প্রকৃতির স্বাভাবিক নিয়মে আমারই আগেই যাওয়ার কথা ছিলো।'

এইটুকু বলতেই গলা ভারি হয়ে উঠলো মুহম্মদ জাফর ইকবালের। চোখের কোণে জমে উঠলো জল।

আজ শাবি ক্যাম্পাসে শাহরিয়ার মজুমদারের জন্য শে্াকসভায় এমন দৃশ্য দেখা যায়। এসময় প্রিয় ছাত্রের স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেলেন জনপ্রিয় এই লেখক।

সোমবার দুপুর ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিশ্ববিদ্যালয়ের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দের ব্যানারে ক্যাম্পাসে শাহরিয়ারের মজুমদারের জন্য শোকমিছিল ও শোকসভার আয়োজন করা হয়।

গত বৃহস্পতিবার আখালিয়ার একটি বাসা থেকে গণজাগরণ মঞ্চের কর্মী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহারিয়ার মজুমদারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

শোকসভায় জাফর ইকবাল বলেন, এতো উৎসাহী, সকল বিষয়ে আগ্রহী একটা ছেলে কখনোই আত্মহত্যা করতে পারে না। তিনি শাহরিয়ারের মৃত্যুরহস্য উদঘাটনের জন্য উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানান।

ড. ইকবাল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আরো অনেক ছাত্র ছাত্রী আত্মহত্যা করেছে। আমরা গিয়েছি, শিক্ষার্থীদেরকে কোলে করে নামিয়েছি। এই অভিজ্ঞতা আমাদের রয়েছে। যেহেতু আত্মহত্যায় কাউন্সেলিং অথবা এই ধরনের সংগঠনের সাথে প্রফেসর ইয়াসমীন এবং আমি নিজেও জড়িত, মানুষ আত্মহত্যা করার আগে কি করে কিংবা মানসিক অবস্থা কি হয় সে সম্পর্কে আমাদের ধারণা আছে। কোন ভাবেই আমি এটাকে আত্মহত্যার সাথে মিলাতে পারি না।'

এসময় তিনি প্রশ্ন রেখে বলেন, আমাদের তো কমন সেন্স আছে, যে মানুষ আত্মহত্যা করবে সে কি তার মোবাইল চার্জে রেখে যাবে, তার ল্যাপটপ কি চালু থাকবে। এটা যদি সত্যি আত্মহত্যা হয় আমরা মেনে নেব, কিন্তু সে তো আত্মহত্যা করার মতো ছেলে নয়। কেন আত্মহত্যা করবে সে এটা আমাদের জানার অধিকার আছে।'

মুহম্মদ জাফর ইকবাল বলেন, 'আমি যখন দেশে এসেছিলাম তখন তরুণরা মুক্তিযুদ্ধ নিয়ে খুব আগ্রহী ছিলো না। কিন্তু এখনকার তরুণরা মুক্তিযুদ্ধ নিয়ে চর্চা করে, মুক্তিযুদ্ধকে ধারণ করে। শাহরিয়ার ছিলো এরকম আলোকিত এক তরুণ।'

শোকসভায় বক্তৃতায় অন্যান্য শিক্ষকরাও শাহরিয়ারের মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ট তদন্তের দাবি জানান।

সহযোগি অধ্যাপক ফারুক উদ্দিনের সঞ্চালনায় শোকসভাতে অন্যান্যদের মধ্যে স্মৃতিচারন করেন সহপাঠী রেজা, শমসের রাসেল, মোস্তফা কামাল মাসুদ, অধ্যাপক মস্তাবুর রহমান, অধ্যাপক ড. ইউনুছ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত