শাবি প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর, ২০১৫ ১৮:২৮

উপাচার্যের অপসারণ দাবিতে শাবিতে প্রতিকী অনশন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান উপাচার্যবিরোধী আন্দোলনের অংশ হিসাবে অনশন কর্মসূচি পালন করছেন আন্দোলনরত ‌'মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ' শিক্ষকবৃন্দ।

বুধবার সকাল ১০টা থেকে উপাচার্য ভবনের সামনে এ অনশন কর্মসূচি শুরু করেন ওই গ্রুপের শিক্ষকরা। বিকাল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলে। একই দাবিতে বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করার ঘোষণা দেন তারা।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম বলেন, আমাদের আন্দোলন দুর্নীতিবাজ উপাচার্যের বিরুদ্ধে। যত দিন এই উপাচার্যের অপসারণ হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে।

উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভুঁইয়ার বিরুদ্ধে নিয়োগে অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতার অভিযোগ এনে তার পদত্যাগ দাবিতে গত ১৩ এপ্রিল থেকে আন্দোলন করে আসছেন এই গ্রুপের শিক্ষকরা।

আপনার মন্তব্য

আলোচিত