শাবি প্রতিনিধি

১২ জানুয়ারি, ২০২০ ১৪:২৯

শাবির এফইটি এলামনাই কমিটিতে সভাপতি নীলিমা, সম্পাদক আফজাল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘এফইটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনে'র ২য় কার্যনির্বাহী কমিটি নারী নেতৃত্ব দিয়ে গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে প্রথম ব্যাচের শিক্ষার্থী সৈয়দা নীলিমা আক্তার এবং সাধারণ সম্পাদক হিসেবে বিভাগের সহকারী অধ্যাপক ও ৩য় ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আফজাল হোসেন নির্বাচিত হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আফজাল হোসেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৮ জানুয়ারি রাতে সিলেট নগরীর এক রেস্টুরেন্টে বিভাগের সাবেক শিক্ষার্থীরা এ কমিটি গঠন করে।

কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে মেহবুব মুস্তাইন আলম (১ম ব্যাচ), আজমাইন আল ফাইক (২য় ব্যাচ), মো. ইসমাইল হোসেন (৪র্থ ব্যাচ), যুগ্ম-সম্পাদক পদে রানা দাস (৫ম ব্যাচ), এএসএম সায়েম (৬ষ্ঠ ব্যাচ), কোষাধ্যক্ষ পদে মো. ইয়াছিন (৫ম ব্যাচ), সহ-কোষাধ্যক্ষ পদে মো. আর রাফি হিমেল (৮ম ব্যাচ), সাংগঠনিক সম্পাদক পদে শাফায়েত আহমেদ( ৭ম ব্যাচ), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মো. মাহবুব আলম (১১তম ব্যাচ), সাংস্কৃতিক সম্পাদক পদে সৈয়দা সাবরিনা আক্তার (৬ষ্ঠ ব্যাচ), প্রচার ও জনসংযোগ সম্পাদক পদে মো. সাকিব হোসেন (৮ম ব্যাচ), শিক্ষা, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক পদে রিপন দাস (৪র্থ ব্যাচ), দপ্তর সম্পাদক পদে মো. রায়হান (৮ম ব্যাচ) এছাড়া নির্বাহী সম্পাদক পদে মো. শাহরিয়ার পারভেজ (১ম ব্যাচ), আব্দুল্লাহ আল কাদির (১ম ব্যাচ), মো. আবুল হাসানাত রুম্মান (১ম ব্যাচ), মো. রফিকুল ইসলাম (২য় ব্যাচ), শফি আহমেদ (২য় ব্যাচ), সুব্রত তালুকদার (৩য় ব্যাচ), মো. আব্দুর রহমান (৪র্থ ব্যাচ), শিল্পী রাণী দেবনাথ (৫ম ব্যাচ), মো, মনির হোসেন (৬ষ্ঠ ব্যাচ), চিন্ময় চক্রবর্তী (৭ম ব্যাচ), শোয়েব সাতইল ইভান (৮ম ব্যাচ), পাপ্পু দে (১ম ব্যাচ), জাহিদ হাসান সৌরভ (১০ম ব্যাচ), মো. মইনুল হাসান (১১তম ব্যাচ)।

আপনার মন্তব্য

আলোচিত