সিলেটটুডে ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২০ ১৭:৩১

অগ্রগামীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম।

তিনি বলেন, শরীর সুস্থ রাখতে খেলাধুলার প্রয়োজন। সব সময় ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শারীরিক গঠনেও সহযোগিতা করে। ক্রীড়াঙ্গনে বাংলাদেশকে এগিয়ে নিতে স্কুল-কলেজ পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ অবদান রাখে। শৃঙ্খলাবোধ, মানবতাবোধ ও সুশিক্ষায় শিক্ষিত জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি তাসনীম আহমেদ। বিদ্যালয়ের শিক্ষার্থী ফাবিহা জাবিন রিয়াশা ও ছালওয়া অন্তর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা সুজাতা গুপ্তা, খয়রুন্নেছা খাতুন, বিলকিস বেগম, নুরুন্নাহার চৌধুরী, নমিতা গোস্বামী, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) মমতাজ বেগম, সহকারী প্রধান শিক্ষক (দিবা) বেগম শাহানা, বার্ষিক ক্রীড়া পর্ষদ ২০২০ এর আহবায়ক মো. আফতাব হোসেন চৌধুরী।

ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা কোহেলী রানী রায়।

আপনার মন্তব্য

আলোচিত