এলইউ প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি , ২০২০ ১৬:২০

লিডিং ইউনিভার্সিটিতে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু ৬ ফেব্রুয়ারি

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে ৪র্থ বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন। লিডিং ইউনিভার্সিটি ছায়া জাতিসংঘ সংস্থার আয়োজনে তিন দিনব্যাপী এ সম্মেলন ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি এতে অংশগ্রহণ করছেন সিলেটের ১৫টির বেশি স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সর্বমোট ৩০০ জন প্রতিনিধি এবং ৭টি কমিটি নিয়ে অনুষ্ঠিত হবে এবারের সম্মেলন।

সম্মেলনের মহাসচিবের দায়িত্ব পালন করা মো. আশরাফুল ইসলাম জকি জানান,এবারের সম্মেলনে অন্যবারের থেকে অনেক বেশি আকর্ষণীয় হবে।

লিডিং ইউনিভার্সিটি ছায়া জাতিসংঘ সংস্থার উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক তাহরিমা চৌধুরী জান্নাত জানান, এবারের সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি মালিনিছড়া চা বাগানে। এতে গান পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ড দল ঐরাবত এবং ৮ ফেব্রুয়ারি হবে গালা ডিনার। সম্মেলনে সার্বিক সহযোগিতায় থাকছেন সংস্থাটির সহ-উপদেষ্টা আইন বিভাগের প্রভাষক আশরাফ উদ্দিন।

আপনার মন্তব্য

আলোচিত