০৮ মার্চ, ২০২০ ১৪:৩৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্রীড়া বিষয়ক সংগঠন ‘মাহা-স্পোর্টস সাস্ট চ্যাম্পিয়নস লীগ ২০২০’ এর ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে রেইস-৭১ এবং এফসি ভ্যাগাবন্ড।
শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে চেতনা-৭১ টিমকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রেইস-৭১। এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাব্বির।
দ্বিতীয় সেমিফাইনালে লিটল ডেভিলস টিমকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে এফসি ভ্যাগাবন্ড। এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলকিপার মিজবা।
বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে সোমবার সন্ধ্যায় ফ্লাড লাইটের আলোয় ফাইনালে মুখোমুখি হবে দুই দল।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ‘স্পোর্টস সাস্ট চ্যাম্পিয়নস লীগ’। সপ্তমবারের মতো আয়োজিত হয়েছে এবারের টুর্নামেন্ট। ১৬ ফেব্রুয়ারি থেকে ১৬টি দলের অংশগ্রহণে এটি শুরু হয়।
আপনার মন্তব্য