শাবি প্রতিনিধি

০৭ অক্টোবর, ২০১৫ ২১:৫২

শাবির বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বার্ষিক প্রতিবেদন ২০১২-১৩’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় শাবি উপাচার্য প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন।

প্রশাসন ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতির স্মারক হিসাবে বার্ষিক প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ দলিল। তিনি বার্ষিক প্রতিবেদন প্রণয়ন কমিটির সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাসসহ স্কুল অব ফিজিক্যাল সায়েন্সের এর ডিন প্রফেসর ড. সাবিনা ইসলাম, স্কুল অব অ্যাপ্লাইড সায়েন্সের ডিন প্রফেসর ড. জহির বিন আলম, সিন্ডিকেট সদস্য ড. এস এম হাসান জাকিরুল ইসলাম, প্রক্টর ড. মো. কামরুজ্জামান চৌধুরী, সিরাজুন্নেছা চৌধুরী হলের প্রভোস্ট শরীফা ইয়াসমিন, রসায়ন বিভাগের প্রধান প্রফেসর ড. মো. মিজানুর রহমান, সিইই বিভাগের প্রফেসর ড. মুশতাক আহমদ, আইপিই বিভাগের প্রধান প্রফেসর ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস, পিএমই বিভাগের প্রধান ড. ফরহাদ হাওলাদার, এফইটি বিভাগের প্রধান প্রফেসর ড. মো. মোজাম্মেল হক, নৃবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর এ কে এম মাজহারুল ইসলাম, সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মো. জসিম উদ্দীন, পিএসএস বিভাগের প্রধান প্রফেসর দিলারা রহমান, বিএমবি বিভাগের প্রধান ড. শামীম আহমেদ, আর্কিটেকচার বিভাগের প্রধান মো. মোস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক এম আকবর হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুজিবুর রহমান, চীফ মেডিক্যাল অফিসার ডাঃ মাহবুব আহমদ, পরিবহণ প্রশাসক প্রফেসর ড. আজিজুল হক, শারিরিক শিক্ষার উপ-পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়া, বার্ষিক প্রতিবেদন প্রণয়ন কমিটি সদস্য সচিব রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, সদস্য লাইব্রেরিয়ান আব্দুল হাই ছামেনী, হিসাব পরিচালক আ.ন.ম. জয়নাল আবেদিন, অতিরিক্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত