বিনোদন ডেস্ক

০৯ নভেম্বর, ২০১৫ ০১:০১

সমাজ সচেতনতায় তুষ্টি

অভিনেত্রী শামীমা তুষ্টি অভিনয়ের পাশাপাশি এবার সমাজ সচেতনতায় নিজেকে মেলে ধরবেন বলে জানিয়েছেন।

তিনি জানান, ‘ইয়াং অ্যাক্টিভ’ নামে নতুন একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে যার উদ্দেশ্য গতানুগতিক ধারার বাইরে সমাজের কল্যাণ সাধন করা।

তুষ্টি আরো বলেন, আমি নিজে শিক্ষকতা পেশার সঙ্গে সম্পৃক্ত। স্কুলের বাচ্চাসহ বন্ধুবান্ধব আমার সঙ্গে কাজ করছে। আমাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি।

আমাদের মূল লক্ষ্য হচ্ছে অবহেলিত, বঞ্চিত শিশুদের সহায়তা করা। এছাড়া, ফুটপাত, ফুটওভার ব্রিজ ব্যবহার নিয়েও মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছি। আশা করি এ মহৎ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তুষ্টি মনে করেন, একজন শিল্পী হিসেবে দায়বদ্ধতা থেকেই ভালো কাজ করা উচিত। কারণ শিল্পীদের কথা অনেকের কাছে সহজেই পৌঁছায়।

আপনার মন্তব্য

আলোচিত