সিলেটটুডে ডেস্ক

১১ এপ্রিল, ২০২১ ২১:৩৩

ফারুকের অবস্থার উন্নতি, কবরীর স্থিতিশীল

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে সমকালকে জানিয়েছেন ফারুকের ছেলে রোশন হোসেন শরৎ। আর রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা করোনা আক্রান্ত কবরীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে রোববার বিকেলে জানান কবরীর ছেলে শাকের চিশতী।

চিকিৎসকের বরাতে নায়ক ফারুকের সর্বশেষ শারীরিক অবস্থার খবর জানিয়ে রোশন হোসেন শরৎ বলেন, 'আমার আম্মু সার্বক্ষণিক বাবার সঙ্গে আছেন। এখন প্রতিদিনই বাবার সঙ্গে যোগাযোগ হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন দিন দিন বাবার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। আমাদের টেনশন করতে না করেছেন।'

তবে ফারুকের অবস্থার আশানুরুপ খবর পাওয়া গেলেও কবরীর ক্ষেত্রে সেটা পাওয়া যাচ্ছে না। হাসপাতালে কবরীর সার্বক্ষণিক দেখাশোনা করছেন ছেলে শাকের চিশতী। কবরীর শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানিয়ে তিনি বলেন, ‘মায়ের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে এখনো তিনি আইসিইউতে এবং ঝুঁকিও পুরোপুরি কাটেনি। সবার কাছে ওনার জন্য দোয়া চাইছি।'

ঢাকাই ছবির জনপ্রিয় জুটি ফারুক ও কবরী। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া তুমুল জনপ্রিয় সিনেমা ‘সুজন সখী’। খান আতাউর রহমান পরিচালিত এই সিনেমায় জুটি বেঁধে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিলেন ফারুক-কবরী। বাংলা সিনেমার এই দুই কিংবদন্তি অসুস্থ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন থাকায় উৎকণ্ঠায রয়েছেন চলচ্চিত্রের মানুষজনেরা।

আপনার মন্তব্য

আলোচিত