নিজস্ব প্রতিবেদক

১২ জুন, ২০২৪ ১০:২৯

ছন্দে-গানে বর্ণ-চিহ্ন ও সংখ্যা শেখাতে ‘মিউ’-এর নতুন ৫ গান

শিশুদের শিক্ষামূলক চ্যানেল ‘মিউ’ প্রকাশ করেছে ছোটোদের গানের অ্যালবাম। এর মধ্যে এক সঙ্গে থাকবে পাঁচটি ছড়াগান।

আজ ১২ জুন মিউ-এর ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ হয়েছে। 

ছোটোদের বর্ণমালা, কারচিহ্ন, সংখ্যা, এবং বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করার জন্য তৈরি করা হয়েছে গানগুলো।

সবকটা গানের কথা ও সুর করেছেন সুফি সুফিয়ান।

সোনামণিদের জন্য ব্যঞ্জনবর্ণ গেয়েছেন শিশুশিল্পী অংকিতা। সোনামণিদের জন্য স্বরবর্ণ গেয়েছেন শিশুশিল্পী আরাধ্যা। আকার ইকার গেয়েছেন সুস্মিতা। এক গিয়েছে দুইয়ের কাছে এবং বই গেছেন শিশুশিল্পী আদ্রিতা।

মিউজিক করেছেন সুদীপ চক্রবর্তী এবং কৌশল দাশ বিজন। এনিম্যাশন করেছেন মিউ টিম।

গীতিকার ও ‘মিউ’ ছোটদের বায়োস্কোপের উদ্যোক্তা সুফি সুফিয়ান জানান, গানগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে শিশুরা বর্ণ, কার এবং সংখ্যার সঙ্গে শব্দ বাক্যও শিখতে পারে। যেমন স্বরবর্ণের গানে বলা হয়—অ এ অশ্ব, অ এ অলি, অ দিয়ে তো অনেক বলি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ গানে কারগুলো সুন্দর করে শিশুমনের উপযোগী করে সাজানো হয়েছে যাতে একবার শুনেই যে কেউ আত্মস্থ করতে পারে। যেমন—আকার বসে বর্ণ পরে, ইকার আগে থাকে/ দীর্ঘ ইকার উলটে দেখো বর্ণ ধরে রাখে। আ এ আকার, ই এ ইকার, দীর্ঘ ইতে দীর্ঘ ইকার/ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ খুব প্রয়োজন শেখার। ব্যঞ্জনবর্ণে বর্ণ পরিচয়ের সঙ্গে আছে খানিকটা তথ্য যেমন—চন্দ্রবিন্দু চাঁদের উপর বইসা আছে ঢঙ্গে/ স্বরধ্বনি নাসিক্য হয় চন্দ্রবিন্দুর সঙ্গে।

সংখ্যা নিয়ে গানে একেকটা সংখ্যা একেকটা চরিত্রের মতো আচরণ করে। এক গিয়েছে দুইয়ের কাছে, দুই গিয়েছে তিনে/ চার এসেছে বাজার থেকে সদাইপাতি কিনে। অথবা নয় দশে ঝগড়া করে শূন্য বলে দেখ/ আমি যদি যাই চলে দশ হয়ে যায় এক।

এই অ্যালবামের শিক্ষণীয় গান হলো বই। যন্ত্র রেখে বই পড়ার জন্য উদ্বুদ্ধ করার জন্য তৈরি এ গান। যেখানে বলা হয়—খোকাখুকি শোনো মন্ত্র একটা কই/ বড়ো হতে হলে তোমায় পড়তে হবে বই।

ট্যাবটিভি আর মোবাইল নিয়ে সময় নষ্ট/ হলে বড়ো হবার আশা তোমার ভেসে যাবে জলে। বই যে হলো জ্ঞানের ম্যাজিক উপড়ে উঠার মই।

ভিডিও :

আপনার মন্তব্য

আলোচিত