০৭ জুন, ২০২৪ ১২:৩৬
‘সাত দিনে সপ্তাহ/ মাস ত্রিশ দিনে/ বারো মাসে বছর হয়/ নিতে হবে চিনে’; ছন্দে ছন্দে শিশুদের সপ্তাহের সাত দিন আর বাংলা ১২ মাস নাম শেখার প্রচেষ্টা।
শিশুদের শিক্ষামূলক চ্যানেল ‘মিউ’ প্রকাশ করেছে গানটি। এটা ‘মিউ’-এর তেত্রিশতম গান।
গীতিকার সুফি সুফিয়ান। গানটি গেয়েছেন শিশুশিল্পী অংকিতা। মিউজিক করেছেন সুদীপ চক্রবর্তী।
৪ জুন মিউ-এর ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ হয়েছে।
গানটির গীতিকার ও ‘মিউ’ ছোটদের বায়োস্কোপের উদ্যোক্তা সুফি সুফিয়ান জানান, সোনামণিদের বাংলা দিন, মাস বছর শিখানোর জন্য এই ছড়াগানটি দারুণ কার্যকরী হবে।
তিনি বলেন, মৌলিক ছড়াগান আর টুডি কার্টুন দিয়ে সাজনো চ্যানেলটি। এর প্রতিটি গান শিশুমনে আনন্দ দেয়। গানে-গানে শিশুদের নৈতিক আচার-আচরণের শিক্ষা দেওয়াই এ-চ্যানেলের উদ্দেশ্য।
গানটির মাধ্যমে শিশুরা ছন্দে-ছন্দে এবং আনন্দের সঙ্গে শিখন পদ্ধতিতে খুব সহজেই সপ্তাহের সাত দিনের নাম, কত দিনে সপ্তাহ-মাস-বছর এবং বাংলা বারো মাসের নাম খুব সহজেই শিখতে পারবে বলে তিনি মনে করেন।
ভিডিও :
আপনার মন্তব্য