সিলেটটুডে ডেস্ক

১৬ জুন, ২০২১ ২৩:১৮

চলে গেলেন সত্যজিৎ রায়ের ‘বিমলা’

চলে গেলেন সত্যজিৎ রায়ের ঘরে বাইরে সিনেমার বিমলাখ্যাত টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত।

হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।

গত ২২ মে ৭১ বছরে পা দিয়েছিলেন স্বাতীলেখা। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। তার ডায়ালিসিস চলছিল। ২১ দিন আইসিইউতেও ভর্তি ছিলেন অভিনেত্রী।

১৯৮৪ সালে সৌমিত্র চট্টোপাধ্যায় ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পর্দায় অভিনয়ের যাত্রা শুরু স্বাতীলেখার।

এরপর সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা ঘরে বাইরে–তে ‘বিমলা’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। যে চরিত্রের জন্য ব্যাপক জনপ্রিয়তা পান অভিনেত্রী।

এই সিনেমা থেকেই সৌমিত্র ও স্বাতীলেখার জুটিকে পছন্দ করেছিলেন ভক্ত-অনুরাগীরা। কিন্তু তারপরে মঞ্চের বাইরে আর দেখা যায়নি অভিনেত্রীকে।

দীর্ঘ ৩১ বছর পরে বেলাশেষে সৌমিত্রের সঙ্গেই পর্দায় ফিরেছিলেন তিনি।

বেলাশেষে’র ব্যাপক জনপ্রিয়তা ও এই জুটি রসায়নে আপ্লুত দর্শকদের জন্য ফের বেলাশুরু নামের আরেকটি সিনেমা বানালেন প্রযোজক-পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

কিন্তু সিনেমাটি মুক্তির আগেই চলে গেলেন বর্ষীয়ান এই দুই তারকা। গত বছর নভেম্বরে মারা যান সৌমিত্র চট্টোপাধ্যায়। আর আজ চলে গেলেন স্বাতীলেখাও।

আপনার মন্তব্য

আলোচিত