বিনোদন প্রতিবেদক

০৬ মে, ২০২৩ ১৮:০০

৩ বছর পর বিয়ের খবর প্রকাশ করলেন রোশান

বিনোদন জগতের অনেক তারকাই পর্দার বাইরে তাদের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন। অনেকে আবার ব্যক্তিগত জীবনের অনেক কিছুই ভক্ত-অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করেন। তেমনই তিন বছর পর বিয়ের খবর প্রকাশ্যে আনলেন অভিনেতা জিয়াউল রোশান।

গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন এই অভিনেতা। যেখানে দেখা যায় বিয়ের মেহেদী অনুষ্ঠানের ছবি ও তার স্ত্রীর হাতে মেহেদি দিয়ে দিচ্ছেন তিনি।

রোশান গণমাধ্যমে জানান, প্রেম করে ৩ বছর আগে বিয়ে করেছেন তিনি। তার স্ত্রীর নাম তাহসিন এশা। তবে এতদিন এ খবর প্রকাশ্যে আনেননি এই অভিনেতা। তিনি বলেন, ‘আমরা ৩ বছর আগে বিয়ে করেছি। বিভিন্ন কারণে জানানো হয়নি। আমাদের জন্য দোয়া করবেন, যেন সুখে শান্তিতে থাকতে পারি।’

ঢালিউডে রোশানের অভিষেক হয় ‘রক্ত’ সিনেমার মাধ্যমে। এরপর ‘বেপয়োয়া’, ‘মুখোশ’, ‘সাইকো’ ও ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় অভিনয় করেছেন। এ বছরের ঈদে একসঙ্গে ২টি সিনেমা ‘পাপ’ ও ‘জ্বীন’ মুক্তি পেয়েছে তার।

আপনার মন্তব্য

আলোচিত