০৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৫৫
আজ সকাল দশটায় প্রকাশিত হয়েছে মিউ ছোটোদের বায়োস্কোপের নতুন গান—আলুর গায়ে বালু।
সুফি সুফিয়ানের কথা ও সুরে গেয়েছেন শিশুশিল্পী শুভমিতা। মিউজিক করেছেন সুদীপ চক্রবর্তী।
শিশুদের সবজি ও তার বৈশিষ্ট্যের সঙ্গে পরিচিত করে দিতেই এই গান।
মিউ টিমের নান্দনিক এনিমেশনে গানটি ছোটোদের শুধু আনন্দই দেবে না বরং প্রতিটি সবজির পাশাপাশি ইংলিশ নামটিও শেখাবে। কারণ ভিজুয়্যালে সবজির পাশাপাশি বাংলা ইংলিশ উচ্চারণও লিখে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মিউ বাংলাভাষায় নির্মিত প্রথম কার্টুন চ্যানেল যেখানে অর্ধশতাধিক শিশুদের মৌলিক গান প্রকাশিত হয়েছে। এর প্রতিটি কার্টুন এবং গান শিশুদের মনোরঞ্জনের পাশাপাশি মানবিক মানুষ হওয়ার শিক্ষা দেয়।
ভিডিও :
আপনার মন্তব্য