২২ জানুয়ারি, ২০২৬ ২০:০৯
ঢাকাই চলচ্চিত্রের একসময়কার পরিচিত মুখ চিত্রনায়িকা শাকিবা বিনতে আলী। একাধিক ব্যবসাসফল সিনেমাতে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। চিত্রনায়ক মান্না ও শাকিব খানের মতো জনপ্রিয় নায়কদের সঙ্গেও কাজ করেছেন নায়িকা। ফলে অল্পতেই শক্ত অবস্থানে জায়গা করে নিতে পেরেছিলেন তিনি।
তবে হঠাৎ করেই রুপালি পর্দা থেকে আড়ালে চলে যান এই নায়িকা। এর মাঝে আর কোনো খোঁজ পাওয়া যায়নি তার। তবে এবার বিয়ের খবরে আলোচনায় এসেছেন শাকিবা। নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। বিয়ে করেছেন অভিনেতা শেখ উজ্জ্বল হোসেনকে।
জানা গেছে, গত ১৯ জানুয়ারি উজ্জ্বল ও শাকিবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের সাজে ফ্রেমবন্দি হওয়া ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন অভিনেত্রী। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অপরিচিত বন্ধুর থেকে পরিচিত শত্রুকে বিয়ে করা ভালো।’
প্রসঙ্গত, ২০০৫ সালে ‘ভণ্ড নেতা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক করেন শাকিবা। তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জীবনের গ্যারান্টি নেই’। এরপর প্রায় ৪০টির মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। আর উজ্জ্বল একসময় নিয়মিত ছোটপর্দায় অভিনয় করতেন।
আপনার মন্তব্য