সিলেটটুডে ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২৬ ২১:৩৩

জামায়াতে ইসলামীর নারী সমাবেশ স্থগিত

আগামী ৩১ জানুয়ারির ‘মহিলা সমাবেশ’ স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

‘অনিবার্য কারণ’ দেখিয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ সিদ্ধান্তের কথা জানান দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম।

তিনি বলেছেন, “এ সংক্রান্ত সিদ্ধান্ত পরবর্তী সময়ে জানানো হবে।”

গত ২৭ জানুয়ারি ঢাকার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ‘মহিলা সমাবেশ‘ আয়োজনের ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো তাহের।

শনিবার সকাল ১০টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ হওয়ার কথা ছিল।

সেদিন নায়েবে আমির তাহের বলেন, সারা দেশে জামায়াতের ‘১০ দলীয় নির্বাচনী ঐক্যর’ নারী কর্মীদের নির্বাচনি কাজে বাধা দেওয়া ও সহিংস হামলার প্রতিবাদে তারা এ সমাবেশ করবেন।

দলের নারী কর্মীদের বিষয়ে তিনি বলেন, “নির্বাচন খুব নিকটে এবং এ নির্বাচনে জামায়াতে ইসলামীর মহিলারা খুবই ‘অ্যাকটিভ’। আমাদের মহিলারা নিজ নিজ এলাকায় বাড়ি বাড়ি যাচ্ছেন।

“তারা যেমন ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন, তেমনিভাবে পুরুষ কর্মী-সমর্থকরাও ভোটারদের কাছে যাচ্ছেন।”

আপনার মন্তব্য

আলোচিত