২৯ জানুয়ারি, ২০২৬ ২১:০৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াত সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ইলেকট্রিক শাটল কার সার্ভিস চালু করা হয়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর সামনে ইলেকট্রিক শাটল কার সার্ভিসের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। ইলেকট্রিক শাটল কারটি মাউন্ট এডোরা হসপিটাল কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়কে উপহার হিসেবে প্রদান করে।
উদ্বোধনী বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইলেকট্রিক শাটল কার বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় একটি নতুন মাত্রা যোগ করবে। ভবিষ্যতে আরও উন্নত ও টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাবে।
প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম বলেন, এটি একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি শাটল কার সার্ভিসের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিটি সিদ্ধান্তই শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণকে কেন্দ্র করেই গ্রহণ করা হচ্ছে। তিনি এ উদ্যোগের জন্য মাউন্ট এডোরা হসপিটাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাউন্ট এডোরা হসপিটাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. কে. এম. আখতারুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ আলমগীর সাফওয়াত, পরিচালক অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, পরিচালক অধ্যাপক ডা. আখলাক আহমদ, এইচআর ও অ্যাডমিন এবিএম জর্জেসুর রহমান, চিফ একাউনটেন্ট মোঃ কামরুল ইসলাম এবং ব্যবসায় উন্নয়ন বিভাগের ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আ. ফ. ম. জাকারিয়ার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, বিভাগীয় প্রধান, হল প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আপনার মন্তব্য