নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০২৬ ১৮:০৯

সিলেটে মুক্তাদিরকে সমর্থন আল ইসলাহর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে সিলেটের প্রভাবশালী ধর্মভিত্তিক সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ। আল ইসলা ফুলতলীর পীর হিসেবে পরিচিত প্রয়াত আল্লামা আব্দুল লতিফ চৌধুরীর অনুসারী সংগঠন।

বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর সোবহানীঘাটে সংগঠনটির কার্যালয়ে মতবিনিময় সভায় এই সমর্থনের ঘোষণা দেওয়া হয়। এতে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দিয়ে খন্দকার মুক্তাদিরের প্রতি অকুণ্ঠ সমর্থনের কথা জানান এবং সিলেট-১ আসনে তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

সভায় খন্দকার মুক্তাদির বলেন, ইসলাম শান্তি ও সহাবস্থানের ধর্ম। ভোটের রাজনীতিতে ইসলামকে ব্যবহার নয়, বরং দেশ ও মানুষের কল্যাণে ইসলামের মূল্যবোধ প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।

আঞ্জুমানে আল ইসলাহর কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা রেদোয়ান আহমদ চৌধুরী ফুলতলী বলেন, আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলীর দোয়া এবং সংগঠনের পূর্ণ সমর্থন খন্দকার মুক্তাদিরের প্রতি রয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন তালামিযের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক এসএম মনোয়ার হোসেন, আল ইসলাহ সিলেট মহানগরের সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক আজির উদ্দিন পাশা, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সবুর, মহানগর তালামিযের সভাপতি হুসাইন আহমদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান।

এদিকে, বুধবার রাতে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনি কার্যালয় উদ্বোধন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত