নবীগঞ্জ প্রতিনিধি

৩০ জানুয়ারি, ২০২৬ ১৯:৫৬

নবীগঞ্জের এক বাজারে টানা দুই দিন অগ্নিকাণ্ড, বাজারজুড়ে আতঙ্ক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় টানা দুইদিন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পানিউমদা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার একটি শিল্প প্রতিষ্ঠানে আগুন লাগার রেশ কাটতে না কাটতেই শুক্রবার সকালে একই এলাকার পানিউমদা বাজারে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে পানিউমদা বাজারে অবস্থিত একটি লেপ-তোষকের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং গুদামের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর একটি দলও সহায়তায় এগিয়ে আসে। প্রায় চার ঘণ্টার সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য বলে ধারণা করা হচ্ছে, যদিও তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

এদিকে টানা দুইদিন অগ্নিকাণ্ডের ঘটনায় পানিউমদা বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় অবস্থিত সিয়েনা কোম্পানিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্র জানায়, কোম্পানির ভেতরে জমে থাকা ময়লা ও ঘাসে নিরাপত্তাকর্মীরা আগুন দিলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে নিরাপত্তাকর্মীদের থাকার ঘরসহ কোম্পানির ভেতরের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় একটি ঘরসহ বিভিন্ন আসবাব ও মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

টানা দুইদিনের এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। তারা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত