২৮ জানুয়ারি, ২০২৬ ১৭:৩৪
‘নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারো বাড়িতে যাইতে পারবে না’- সিলেট-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখার আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের এমন মন্তব্যের প্রেক্ষিতে একই আসনের বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী প্রশ্ন তুলেছেন- ‘তাইন কিতা স্বরাষ্ট্রমন্ত্রী নি?’ (তিনি কি স্বরাষ্ট্রমন্ত্রী?)
বুধবার নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগকালে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এমন প্রশ্ন রাখেন সিলেট-৬ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ।
এরআগে মঙ্গলবার সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে নির্বাচনী জনসভায় জামায়াতের প্রার্থী সেলিম উদ্দিন বলেছিলেন, ‘আমরা সিলেটের মানুষেরা- আত্মসম্মানবোধ আমাদের রয়েছে। কারো বাড়িতে পুলিশ যাওয়া মানে তার চৌদ্দ পুরুষের, তার বংশের কপালে তিলক লাগানোর নামান্তর। অথচ যখন-তখন কিছু থানার দালালেরা দারোগা সাহবদেরকে ব্যবহার করে পুলিশকে পাঠায় এবং মামলার নামে বাণিজ্য করে। ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই এই দুই উপজেলায় (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) পুলিশ আমাকে জিজ্ঞেস না করে কারো বাড়িতে যাইতে পারবে না। যেতে হলে তাদেরকে যথেষ্ট প্রমাণ দিতে হবে, যার বাড়িতে যাচ্ছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে- এই প্রমাণ না দিয়ে কোনো দারোগা সাহেব কারো বাড়িতে যাবে না, আমি ফাইনাল কথা বলে দিলাম’।
এসময় সেলিম উদ্দিন আরও বলেন, ‘আপনারা যদি ব্যাংকে টাকা উঠিয়ে বাড়িতে নিরাপদে যেতে চান, তাহলে দাঁড়িপাল্লাকে ভোট দেবেন। তা না হলে ব্যাংক থেকে টাকা নিয়ে বাড়িতে যেতে পারবেন না। এমনকি মাছের বাজার করে মাছের ব্যাগ নিয়েও সামনে বাড়িতে যেতে পারবেন না। আমাদের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্যে, আমাদের মা-বোনদের ইজ্জতকে হেফাজত করার জন্যে, আমাদের হোটেল দোকানদার, আমাদের ব্যবসায়ীদের ব্যবসাকে নিরাপদ করার জন্যে’।
সেলিম উদ্দিনের এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে বুধবার নিজ নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী সিলেটের আঞ্চলিক ভাষায় বলেন, ‘আফনারা কাইল দেখছইন, একজন প্রার্থীয়ে কইছইন- তান নির্দেশ ছাড়া পুলিশ চলতো পারতো নায়। হুনছইন নি? তার মানে কিতা তাইন স্বরাষ্ট্রমন্ত্রী নি? সুতরাং বুঝছইন তো, এরা যদি পাস করে আমাদের নেতাকর্মী কেউ বাড়িঘরে থাকতায় পারতায় না। এই জিনিস বুঝিয়া আজকে থাকি ঘরে ঘরে যাওয়া শুরু করতে অইবো। ধানের শীষ ছাড়া আর কোন বিকল্প নাই।’ ( আপনারা কাল দেখছেন একজন প্রার্থী বলেছেন, তার নির্দেশ ছাড়া পুলিশ চলতে পারবে না, শুনেছেন তো? তার মানে কী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী? সুতরাং, তারা যদি পাস করে আমাদের নেতাকর্মী কেউ বাসাবাড়িতে থাকতে পারবে না। সুতরাং এই জিনিস বুঝে আজকে থেকে ঘরে ঘরে যাওয়া শুরু করতে হবে। ধানের শীষ ছাড়া আর কোন বিকল্প নাই। )
প্রসঙ্গত, সিলেট-৬ ( গোলাপগঞ্জ - বিয়ানীবাজার) মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেলিম উদ্দিন ও এমরান আহমদ ছাড়া বাকীরা হলেন- গণ অধিকার পরিষদের জাহিদুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুন নূর ও স্বতন্ত্র মো. ফখরুল ইসলাম।
আপনার মন্তব্য