বিনোদন ডেস্ক

০৩ জুলাই, ২০১৬ ০০:৩৬

‘জিম্মি ঘটনার খবর শুনে মনটা ভালো নেই’

উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে গেছেন জয়া আহসান। সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার হাতে তুলে নিলেন শুক্রবার নিজের জন্মদিনে।

১ জুলাই  তিন দিনের এই সম্মেলনের উদ্বোধনী দিনের সন্ধ্যায় জয়ার হাতে পুরস্কার তুলে দেন যুক্তরাষ্ট্রের নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অরুণ সিং।

পুরষ্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ছয় হাজার দর্শকের উপস্থিতিতে জয়া বলেন, ‘পুরস্কার প্রাপ্তি, তাও জন্মদিনে অবশ্যই আনন্দের, কিন্তু ঢাকায় জিম্মি ঘটনার খবর শুনে মনটা ভালো নেই। আমার সবসময় গর্ব হয়, আমি বাংলাদেশের শিল্পী। কিন্তু আমার প্রিয় দেশ ভালো না থাকলে কষ্ট পাই।’

অনুষ্ঠানে ওপার বাংলার তারকাদের মধ্যে পুরস্কার পান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী, মিমি চক্রবর্তী, পাওলি দাম, ইন্দ্রানী হালদার, অভিনেতা যিশু সেনগুপ্ত, আবির চ্যাটার্জি, কৌশিক সেন প্রমুখ। পশ্চিমবঙ্গের বাঙালিদের সংগঠন কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল নর্থ আমেরিকা কর্তৃক আয়োজিত এ সম্মেলনে উপস্থিত হয়েছেন বাংলাদেশের সঙ্গীতশিল্পী ফেরদৌস আরাও।

আপনার মন্তব্য

আলোচিত