অনলাইন ডেস্ক

১৩ জুলাই, ২০১৬ ০৯:৫১

রানীর মেয়ের ‘জাল’ ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল

প্রায় সাত মাস বয়স হতে চললেও রানী-আদিত্যর কন্যা আদিরাকে দেখতে কেমন, তা নিয়ে আগ্রহ কম নয়। গত কয়েকদিনে রানীর মেয়ের পরিচয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল একটি শিশুর ছবি।

এত কিছুর পরে অবশ্য জানা গিয়েছে, ভাইরাল হওয়া শিশুটির ছবি জাল। অর্থাৎ ফুটফুটে ওই শিশুটি আসলে রানীর মেয়েই নয়।

ছবিটির কথা জানতে পেরে রানী মুখোপাধ্যায়ের পক্ষ থেকে তার এক মুখপাত্র নিজেই একখা জানিয়েছেন।

ওই মুখপাত্রের দাবি, সোশ্যাল মিডিয়ায় রানীর কোনও অ্যাকাউন্টই নেই। অর্থাৎ 'iamranichopra' নামে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করা হয়েছিল, সেটি আদৌ রানী মুখোপাধ্যায়েরই মেয়ের নয়। ছবিগুলি জাল হওয়ার কথা জানাজানি হতেই ওই অ্যাকাউন্টটিও বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালে রানি মুখোপাধ্যায় এবং আদিত্য চোপড়ার বিয়ে হয়। ২০১৫ সালে কন্যাসন্তানের জন্ম দেন রানী। সূত্র: এবেলা

আপনার মন্তব্য

আলোচিত