বিনোদন ডেস্ক

২৩ জুলাই, ২০১৬ ১৬:৪৭

ভুল উচ্চারণে জাতীয় সঙ্গীত গাওয়ায় সানি লিওনের বিরুদ্ধে মামলা

আগেই ঠিক করা ছিল চলতি ‘প্রো-কাবাডি’র আসরে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারতের জাতীয় সঙ্গীত গাইবেন অভিনেত্রী সানি লিওন। কথামত তা গাইলেনও তিনি। কিন্তু জাতীয় সঙ্গীত গেয়েই পুলিশি ঝামেলায় পড়তে হয়েছে সানিকে।

গত বৃহস্পতিবার মুম্বাইয়ে প্রো-কাবাডি লীগের চতুর্থ আসরের খেলায় হাজির ছিলেন অসংখ্য দর্শক আর বলিউডের তারকারা। খেলার শুরুতে জাতীয় সঙ্গীত গাইতে আসেন সানি। মাঠে দুই দলের খেলোয়াড়দের পাশাপাশি রেখে সানি মাইক্রোফোনে দরদ দিয়েই জাতীয় সঙ্গীতটি গেয়ে উঠেন। গাওয়ার পর তুমুল করতালিও পড়ে। অথচ এর পরের দিনই মামলা হয় তার নামে।

দিল্লীর আশোক নগর থানায় সানি লিওনের বিরুদ্ধে ভুল সুরে জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগে মামলা করেন উল্লাস নামের এক ব্যক্তি। ওই ব্যক্তির অভিযোগ, জাতীয় সঙ্গীত গাওয়ার সময় সানির উচ্চারণে সমস্যা ছিল।

প্রসঙ্গত, সাধারণত কোথাও পারফর্ম করলে পয়সা নেন সানি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারতের জাতীয় সঙ্গীতটি গাইতে আয়োজকদের কাছ থেকে কোনো পারিশ্রমিক নেননি তিনি। বরং এই সুযোগ তাকে করে দেয়ায় তিনি আয়োজকদের কাছে কৃতজ্ঞতাও জানান। তবে এই উদারতা দেখিয়ে এবার বিপদেই পড়লেন সানি লিওন।

আপনার মন্তব্য

আলোচিত