বিনোদন ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:১৮

‘বাসে অনেকেই আমাকে খারাপভাবে স্পর্শ করত’

শুক্রবার মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী তাপসী পান্নু অভিনীত সিনেমা 'পিংক'। সিনেমায় এক ধর্ষিতা নারীর চরিত্রে অভিনয় করেছেন তাপসী।

এতে আরও অভিনয় করেছেন বলিউডের শাহেন শাহ খ্যাত অমিতাভ বচ্চন। অমিতাভকে দেখা যাবে একজন আইনজীবীর চরিত্রে।

সিনেমায় ধর্ষণের শিকার নায়িকা বাস্তব জীবনে বহুবার শ্লীলতাহানির শিকার হয়েছেন। আর সেটা হয়েছিল নায়িকার কলেজ জীবনে।  
 
দিল্লির এক কলেজে লেখাপড়া করতেন তাপসী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, দিল্লিতে সে সময় প্রতিদিনই ইভটিজিংয়ের শিকার হতাম। বাড়ি থেকে বাসে করে কলেজে যেতাম। তখন প্রতিদিনই কোনো না কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হতাম। বাসের মধ্যে অনেকেই খারাপভাবে স্পর্শ করত আমাকে।

তাপসী মনে করেন, এসব ন্যাক্কারজনক ঘটনা আটকানোর জন্য মেয়েদের চিন্তাধারা পাল্টাতে হবে। মেয়েদের গণ্ডির মধ্যে আটকে রাখাও ঠিক নয় বলে মত নায়িকার। এসব ঘটনায় মেয়েদের দোষ দেয়াটাও বন্ধ করা সবচেয়ে জরুরি।

আপনার মন্তব্য

আলোচিত