বিনোদন ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০১৬ ১৪:৪০

চুরি গেছে বিসমিল্লা খানের সানাই

সিনেমা, গান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন সময় বেজে উঠেছে বিসমিল্লা খানের বিখ্যাত সানাই। শ্রোতার হৃদয়ে ঝড় তোলা বিসমিল্লার সেই সানাইগুলো আর নেই। চুরি হয়ে গেছে সেগুলো।

জানা যায়, বিসমিল্লা খানের পাঁচটা সানাই এবং কিছু মেমেন্টো ছেলে কাজিম হুসেনের কাছে যত্ন করে রাখা ছিল। তালা বন্ধ অবস্থায় সেগুলো সংরক্ষণ করা ছিলো।

স্থানীয় গণমাধ্যমকে কাজিম জানান, বিশেষ কাজে তিনি পৈতৃক বাড়িতে গিয়েছিলেন। এসে দেখেন বাসার তালা ভাঙা এবং দরজা খোলা। ঘরে প্রবেশ করে তিনি দেখেন পাঁচটা সানাইয়ের একটাও নেই। উপহার পাওয়া জিনিসগুলোও পাওয়া যায়নি।

এ ঘটনায় থানায় এফআইআর করেছেন কাজিম। চুরির ঘটনা তদন্তে নেমেছে পুলিশ।

কাজিম জানান, চুরি যাওয়া সানাইগুলোর মধ্যে একটি সানাই আমার কাছে খুব স্পেশাল ছিল। সেটা বাবা মহরমের পঞ্চম এবং সপ্তম দিনে বাজাতেন।

সানাইগুলো বিসমিল্লাকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী নরসিংহ রাও, আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব, কংগ্রেস নেতা কপিল সিব্বল এবং বিসমিল্লার এক সাবেক শিক্ষার্থী উপহার দিয়েছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত