বিনোদন ডেস্ক

২৮ জানুয়ারি, ২০১৭ ১৫:১৮

‘পদ্মাবতী’ সিনেমার শুটিংয়ে ভাংচুর, পরিচালক সঞ্জয়লীলা বানসালি লাঞ্ছিত

সঞ্জয়লীলা বানসালির ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি ‘পদ্মাবতী’র শুটিংয়ে ভাংচুর চালিয়েছে কার্নি সেনা নামে রাজপুত গ্রুপের একদল কর্মী। জয়গড় কেল্লায় ছবিটির সেটে ভাংচুরের পাশাপাশি পরিচালক বানসালিকে চপেটাঘাত ও লাঞ্ছিত করা হয়।

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে এ ভাংচুরের ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, ‘পদ্মাবতী’তে ভুল তথ্য তুলে ধরা হচ্ছে। এ কারণে কার্নি সেনার কর্মীরা সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভের এক পর্যায়ে সেট, ক্যামেরা ও শুটিংয়ের অন্যান্য সরঞ্জামাদি ভেঙে ফেলে তারা।

সংগঠনটির আঞ্চলিক সভাপতি নারায়ণ সিং বলেছেন, "ভুল তথ্য উপস্থাপনের বিরোধিতা করে নির্মাতাকে সাবধান হতে বলেছিলাম। এর শুটিং হচ্ছে জেনে আমরা একত্র হয়ে প্রতিবাদ জানিয়েছি।"

তাঁদের অভিযোগ, "পদ্মাবতী সম্পর্কে ভুল তথ্য দেওয়া হচ্ছে এ ছবিতে। আমাদের মূল প্রতিবাদ ঐতিহাসিক ঘটনা বিকৃতির বিরুদ্ধে। এটা কোনোভাবেই মেনে নেবো না।"

সংগঠনের কর্মীদের দাবি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আকাশে ফাঁকা গুলি ছোঁড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। তখনই ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় কার্নি সেনার পাঁচ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

কার্নি সেনার রাজ্য সভাপতি মহিপাল মাকরানা বলেছেন, "ইতিহাসমূলক বিভিন্ন গ্রন্থে উল্লেখ আছে ছিত্তোরের সাহসী দৃষ্টান্তের কথা রয়েছে। তাই আমরা জীবন থাকতে এমন আদর্শ নারীর সম্মান ও মর্যাদা নিয়ে প্রতারণা ও মিথ্যা ফেরি করতে দিতে পারি না।"

রাজস্থানে ‘পদ্মাবতী’র দ্বিতীয় ধাপের চিত্রায়ন শুরু হয়। পদ্মাবতী ও আলাউদ্দিন খিলজির মধ্যকার স্বপ্নের একটি দৃশ্যের কাজ হওয়ার কথা ছিলো এখানে। কিন্তু রাজস্থানের বাসিন্দাদের কাছে রানী পদ্মিনী পবিত্র। এ কারণে দু’জনের প্রেমের দৃশ্য প্রত্যাহারের দাবি জানিয়েছে কার্নি সেনা।

এদিকে, সঞ্জয়লীলা বানসালির প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড তারকারা। শুক্রবার ‘আই স্ট্যান্ড বাই এসএলবি’ হ্যাশট্যাগ দিয়ে তারা নিজেদের অবস্থান জানান। প্রিয়াঙ্কা চোপড়া, ঋষি কাপুর, করণ জোহর, হৃতিক রোশন, আনুশকা শর্মা, ফারহান আখতার, আলিয়া ভাট, সোনম কাপুর, পরিণীতি চোপড়া, প্রীতি জিনতা, সোহা আলি খান, হুমা কুরেশিসহ অনেকেই এদিন টুইট করেছেন।

‘পদ্মাবতী’ ছবিতে রানী পদ্মিনীর চরিত্রে দীপিকা পাড়ুকোন ও আলাউদ্দিন খিলজির ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। পদ্মাবতীর স্বামী রাজা রাওয়াল রতন সিং চরিত্রে আছেন শহিদ কাপুর। ছবিটি মুক্তি পাবে এ বছরের ১৭ নভেম্বর।

আপনার মন্তব্য

আলোচিত