সিলেটটুডে বিনোদন ডেস্ক

২৫ ফেব্রুয়ারি , ২০১৮ ২২:৫৫

শ্রীদেবীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ভারত, শোক পাকিস্তানেও

কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ভারত। বলিউড, টলিউডসহ রাজনৈতিক অঙ্গনও। শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। ফেসবুক, টুইটারসহ সকল সোশ্যাল সাইটই শতাব্দীর সেরা এ নায়িকার মৃত্যুর শোকবার্তায় ভরে গেছে।

দেশের গণ্ডি ছাড়িয়ে সে শোক ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানেও। সীমান্তের তিক্ততা ভুলে ভারতীয় অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের অভিনেতা, অভিনেত্রী ও গায়করাও। টুইটার ও ইনস্ট্রাগামে প্রতিক্রিয়া জানিয়েছেন মাহিরা খান, ইমরান আব্বাস, রাহাত ফতেহ আলি খান ও সাবা কামারের মতো পাক কলাকুশলীরা।

মাহিরা খান যিনি ভারতের ছবিতেও অভিনয় করেছেন। তিনি লিখেছেন, ‘আপনার সময়ে জন্ম নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ আপনার সিনেমাগুলোর জন্য। ধন্যবাদ আপনার জাদুকরী অভিনয়ের জন্য। আপনি চিরকালই বেঁচে থাকবেন।’

ইমরান আব্বাস লিখেছেন, ‘ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি একজন মহাতরকাকে হারালো। তাঁর হাসি, সৌন্দর্য, অভিনয়-সবকিছুই চিরকাল মিস করবো।’

সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান লিখেছেন, ‘আমার গভীর সমবেদনা বনি ও কাপুর পরিবারের সকলের জন্য। শ্রীদেবীর মতো একজন কিংবদন্তী অভিনেত্রীর অকাল মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত।’

বলিউডে গত শতকের আট ও নয়ের দশকে বড়পর্দায় ঝড় তুলেছিলেন  অভিনেত্রী শ্রীদেবী। দু’দেশের মধ্যে যতই উত্তেজনা থাক না কেন, বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা পাকিস্তানে বরাবরই জনপ্রিয়। শ্রীদেবীর অভিনয়ও সীমান্তের গণ্ডি ছাড়িয়ে পাক দর্শকদের মন জয় করে নিয়েছিল। কিংবদন্তি অভিনেত্রীর মৃত্যুতে পাক শিল্পীদের শোকপ্রকাশ সেটাই আরও একবার প্রমাণ করে দিল।

আপনার মন্তব্য

আলোচিত