বিনোদন ডেস্ক

০৯ সেপ্টেম্বর, ২০১৫ ২২:১৭

পিকে ছবির ১২৬ ভুল (ভিডিও)

আমির খান অভিনীত বলিউডের ব্লকবাস্টার ছবি পিকে-তে সোয়াশোরও বেশি ভুল খুঁজে বের করেছে সিনেমায় ভুল ধরার জন্য বিখ্যাত ভারতের একটি ওয়েবসাইট।

‘বলিউড সিনস’ নামে এই সাইটটি তাদের ইউটিউব চ্যানেলে মাত্র এগারো মিনিটের একটি ভিডিও আপলোড করে পিকে ছবিটির অন্তত ১২৬টি ভুল বা অসঙ্গতি ধরিয়ে দিয়েছে।

২০১৪ সালের ছবি পিকে-কে ভারত ও ভারতের বাইরে মিলিয়ে বলিউডের সবচেয়ে বাণিজ্যসফল ছবি বলে ধরা হয়ে থাকে। এমন কী চীনের বাজারেও এই বলিউড সিনেমাটি দুর্দান্ত ব্যবসা করেছে।

কিন্তু বলিউড সিনস দেখিয়ে দিয়েছে, ছবিটিতে ছোটখাটো নানা ভুলভ্রান্তি আছে। যেমন জুন মাসের কাঠফাটা গরমে রাজস্থানের মরুভূমিতে যে চোরটি পিকে-র রিমোট ছিনিয়ে নেয়, তার পরনে কেন শীতের সোয়েটার?
কিংবা ভিনগ্রহের জীব পিকে পৃথিবীর ব্যাটারি বস্তুটি কীভাবে চিনল, তারও কোনও উত্তর ছবিতে নেই।

ছবির নায়িকা জগ্গু (অনুষ্কা শর্মা) আর তার প্রেমিকা সরফরাজের (সুশান্ত সিং রাজপুত) দেখা হচ্ছে আর সব মোলাকাত হচ্ছে বেলজিয়ামের ব্রুস শহরে, অথচ সরফরাজ কাজ করে ব্রাসেলসের পাকিস্তানি দূতাবাসে।
এই ধরনের আরও অজস্র ভুল ছড়িয়ে আছে গোটা পিকে ছবিটাতেই – যেগুলো দেখতে পাওয়া যাবে সঙ্গের সম্পর্কিত ভিডিও লিঙ্কটিতে।

পিকে-র পরিচালক রাজকুমার হিরানি ডিটেলের ব্যাপারে অত্যন্ত খুঁতখুঁতে বলে পরিচিত, কিন্তু এই ধরনের একগাদা ভুল নি:সন্দেহে তাকে প্রবল অস্বস্তিতে ফেলবে।

ভিডিও :

আপনার মন্তব্য

আলোচিত