বিনোদন ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০১৫ ১৮:১১

ঈদে আসছে মন্টি ও নন্দিতার ‘মন প্রজাপতি’

ঈদ উল আদ্বহা উপলক্ষে বাজারে আসছে মন্টি’র প্রথম দ্বৈত অ্যালবাম ‘মন প্রজাপতি’। তার সাথে অ্যালবামটিতে কন্ঠ দিয়েছেন নন্দিতা। এস এ টিভিতে প্রচারিত প্রতিভা অন্বেষণের রিয়েলিটি শো ‘বাংলাদেশ আইডল’ এ মন্টি হয়েছিলেন তৃতীয় আর নন্দিতা সপ্তম।

আগামী ১৩ সেপ্টেম্বর রবিবার ‘মন প্রজাপতি’ অ্যালবামটি প্রকাশ হওয়ার কথা রয়েছে। এর আগে দুটি মিশ্র অ্যালবামে গান করলেও এ অ্যালবামটিই এই দুই শিল্পীর প্রথম দ্বৈত অ্যালবাম। সংগীতার ব্যানারে তৈরি এ অ্যালবামে রয়েছে আটটি গান। গানগুলোর শিরোনাম হলো, ‘তোমায় ভালোবেসে’, ‘থাকো পাশে’, ‘প্রেমেরই মোহনায়’, ‘শুধু তোমার গান’, ‘মন প্রজাপতি’, ‘আরও কিছুক্ষণ’, ‘মনের মানুষ চোখের তারায়’, ‘প্রেম কখনো হারাবার নয়’। অ্যালবামের সবগুলো গানের সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

অ্যালবাম প্রসঙ্গে মন্টি বলেন, এটি আমার প্রথম দ্বৈত অ্যালবাম। চেষ্টা করেছি শ্রোতাদেরকে ভালো কিছু গান উপহার দেয়ার। আশা করছি সবাই পছন্দ করবেন।

সংগীতের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে সবাইকে সিডি কিনে গান শোনার আহবান জানান মন্টি।

বাংলাদেশী আইডল এর ‘টপ থ্রি’তে আসার সুবাদে অল্পদিনেই জনপ্রিয়তা পেয়ে যান সিলেটের ছেলে মন্টি। তার বাড়ি কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর বালিগাও গ্রামে। ছোট বেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন। বিশেষ করে লোক সংগীতের প্রতি। স্থানীয় গুরুর কাছে গান শেখার পর কিছুদিন ললিতকলা একাডেমীতে গান শিখেছেন মন্টি।

আপনার মন্তব্য

আলোচিত