বিনোদন ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০১৫ ০৭:৫৪

আজীবন সম্মাননা পাচ্ছেন শিল্পী লাকী আখন্দ

ব্যাংককের হাসপাতালে শুয়ে আছেন লাকী আখন্দ। ফুসফুস ক্যান্সারে ভুগছেন তিনি। ক’দিন আগেই সফল অস্ত্রোপচার হলো এই গুণী সুরকার ও শিল্পীর। সবাই আশা করে আছেন, খুব তাড়াতাড়িই সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন তিনি। এদিকে লাকী আখন্দকে আজীবন সম্মাননায় সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ। 

২০ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবন অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করে এই সম্মাননা দেবে তারা। একই অনুষ্ঠানে জি-সিরিজ ও অঙ্গপ্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশিত ৩০টি অ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে। প্রযোজনা প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়েছে, লাকী আখন্দ যেহেতু চিকিৎসার জন্য দেশের বাইরে। তাই তার পরিবারের যে কোনো একজন সদস্যের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

এতে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জি-সিরিজ ও অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভুঁইয়া খালেদ এবং সংগীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৩টায়।

আপনার মন্তব্য

আলোচিত