১১ মার্চ, ২০২০ ১২:৫৮
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র 'বঙ্গবন্ধু'র চলতি মাসের শুটিং স্থগিত করা হয়েছে। করোনাভাইরাসে সতর্কতা অবলম্বনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মুজিববর্ষের প্রথম দিন ১৭ মার্চ মহরত শেষে ১৮ মার্চ থেকে ছবিটির প্রথম লটের শুটিং শুরু করার কথা ছিল।
চলচ্চিত্রের কাস্টিং ডিরেক্টর বাহাউদ্দিন খেলন জানান, করোনার পরিস্থিতি বিবেচনায় তা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম লটের শুটিং হচ্ছে না। সেপ্টেম্বরে ছবিটির দ্বিতীয় লটের শুটিংয়ের পরিকল্পনা ছিল। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সেপ্টেম্বরের দিকে ছবিটির শুটিং শুরু হতে পারে।
শুটিং যেহেতু এখন শুরু হচ্ছে না সে হিসেবে ১৭ তারিখে এফডিসিতে মহরতও পেছানো হতে পারে বলে ধারণা করছেন খেলন। তবে সে বিষয়ে নিশ্চিত নন বলে জানান তিনি।
আপনার মন্তব্য