ইয়াকুব শাহরিয়ার, শান্তিগঞ্জ

০৫ ফেব্রুয়ারি , ২০২৪ ১৬:৪৪

হাওরপাড়ের শুঁটকিতে অপার সম্ভাবনা

সপ্তাহে একবার। মাসে চার বার। আশ্বিন থেকে ফাল্গুনের শেষ পর্যন্ত ছয়মাসে অন্তত ২৫ থেকে ২৬ বার মাচা ভরে তৈরি করা হয় দেশি মাছের শুঁটকি। দুই মাচায় প্রতিবারে অন্তত ১শ’ ৫০ মণ শুঁটকি তৈরি করা যায়। প্রতি মণ শুঁটকির দাম কমপক্ষে ৪০ হাজার টাকা। এ হিসাব মতে দুই মাচায় ১ বারেই উৎপাদন করা হয় প্রায় ৬০ লক্ষ টাকার শুঁটকি। প্রতি মৌসুমে প্রায় ১৬ কোটি টাকার শুঁটকি তৈরি হয় দুই মাচা থেকে। বড় মাচায় প্রতি সপ্তাহে ১শ মণ ও ছোট মাচায় ৫০ মণ দেশি মাছের শুঁটকি উৎপাদন হয়। এসব শুঁটকি তৈরিতে ৫০ জনেরও বেশি নারী-পুরুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। বছরের অর্ধেক সময় এখানে শ্রমশক্তি দিয়ে উপার্জন করে পরিবার চালান অর্ধশতাধিক নারী পুরুষ। যাদের বেশির ভাগই নারী শ্রমিক।

এমন সম্ভাবনাময় ব্যবসার কথা জানিয়েছেন শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের দেখার হাওরপাড়ের গ্রাম কাকিয়ার পাড় (নোয়াগাঁও) গ্রামের শুঁটকি মাচার স্বত্বাধিকারী সুরুজ আলী ও নূরুল ইসলাম।

একাধিক শুঁটকি ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, পুঁটি, টেংরা, চান্দা, চাপিলা, কাকিলা, চেলাপাতা ও চিংড়ি মাছসহ আরও বিভিন্ন প্রজাতির মাছের শুঁটকি তৈরি করে থাকেন তারা। সুনামগঞ্জ জেলার সর্ববৃহৎ দেখার হাওর, পাগলা বাজার, লামাকাজি বাজার, সুনামগঞ্জ শহর, দিরাই, আমবাড়ি ও দোয়ারা বাজারের দোহালিয়াসহ বিভিন্ন জায়গা থেকে শুঁটকি তৈরির জন্য কাঁচা মাছ আনা হয় কাকিয়ারপাড় গ্রামে। প্রথমে এসব মাছ কেটে ভিতরের নাড়িভুঁড়ি বের করা হয়। তারপর সামান্য লবণ  ছিটিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়। শুঁটকি তৈরির এসব গুরুত্বপূর্ণ কাজের বেশির অংশই করে থাকেন স্থানীয় নারীরা। নারী ও পুরুষ শ্রমিকদের সম্মিলিত তত্ত্বাবধানে তিন দিন পর্যন্ত উজ্জ্বল রোদে শুকিয়ে নিয়ে বস্তাবন্দি করে প্রস্তুতকৃত শুঁটকি পাঠিয়ে দেওয়া হয় দেশের অন্যতম বৃহৎ শুঁটকির বাজার কিশোরগঞ্জের বড় বাজারে।

তারা জানান, মাছ বাচাই, কাটা ও শুকানোর কাজে দুই মাচায় পুরুষদের পাশাপাশি অন্তত ৪০ জন নারী কাজ করেন। প্রতি মণ শুঁটকি কাটা ও বাছাইয়ের জন্য প্রতি নারী শ্রমিক ১শ’ করে টাকা পান। একেকজন দিনে ৩ থেকে ৪ মন শুঁটকি কাটতে ও বাচাই করতে পারেন। এতে তাদের দৈনিক ৩/৪শ’ টাকা উপার্জন হয়। এ ছাড়াও তারা মাছের তেল সংগ্রহ করে অতিরিক্ত টাকা উপার্জন করতে পারেন। নিজ গ্রামে এমন কর্মসংস্থান তৈরি হওয়ায় পরিবার নিয়ে সচ্ছলভাবেই চলছে তাদের পরিবার।