সিলেটটুডে ওয়েব ডেস্ক

০৮ জুন, ২০১৬ ০০:৩১

ছবিতে বিশ্বের নানা প্রান্তের পহেলা রমজান

ইন্দোনেশিয়ার মেদানে একটি আবাসিক মাদ্রাসায় রমজানের প্রথম দিনে পবিত্র কোরআন পাঠ করছেন শিক্ষার্থীরা। ছবি: গ্যাটি ইমেজ

বিশ্বের নানা প্রান্তের মুসলিমরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচার আয়োজনের মধ্য দিয়ে সিয়াম সাধনার মাস রমজান শুরু করেছেন।  প্রথম রমজানে মূল তাৎপর্য বজায় রেখে বৈচিত্রময়তা ছিল ভিন্ন ভিন্ন অঞ্চলে। আন্তর্জাতিক গণমাধ্যমের সৌজন্যে প্রাপ্ত পহেলা রমজানের বাছাই করা কয়েকটি ছবি:





সৌদি আরবে সোমবার পালিত হয়ে প্রথম রোজা। দিন শেষে মক্কায় গ্রান্ড মসজিদে ইফতার করছেন মুসল্লিরা। ছবি: রয়টার্স



ইসরাইলের জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে তারাবিহর নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি: গ্যাটি ইমেজ 

ভারতের রাজধানী দিল্লির অল্ড কোয়ার্টার জামে মসজিদের সামনে রমজানের চাঁদ দেখছেন একজন ধর্মপ্রাণ মুসলিম। ছবি: রয়টার্স

 

 

তুরস্কের আঙ্কারায় ইফতার সামগ্রী নিয়ে বসেছেন এক বিক্রেতা। ছবি: গ্যাটি ইমেজ


জার্মানির বার্লিনের শেহিটক মসজিদে তারাবিহর নামাজ আদায় করছেন মুসলিমরা। ছবি: গ্যাটি ইমেজ

 

লেবাননের ত্রিপলিতে ইফতার সামগ্রী কিনছেন এক দম্পতি। ছবি: রয়টার্স

 

ইয়েমেনের সান্না শহরর এক মসজিদে পবিত্র কোরআন পাঠ করছেন এক বৃদ্ধ ব্যক্তি। ছবি: এসোসিয়েটেড প্রেস।

 

রাশিয়ার মস্কোতে মুসলিমদের তারাবিহর নামাজ আদায়। ছবি: গ্যাটি ইমেজ

আপনার মন্তব্য

আলোচিত