সিলেটটুডে ওয়েব ডেস্ক

১৩ মে, ২০১৬ ১২:৫১

ইউটিউবেই দেখা যাবে সবকটি টিভি চ্যানেল

এবার থেকে কেবল ভিডিও নয়। ২০১৭ সালেই ইউটিউবেই দেখা যাবে কেবল টিভির সবকটি চ্যানেল। এমন একটি উদ্যোগ নিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইটটি। আর এই নতুন ফিচারের নাম রাখা হয়েছে আনপ্লাগড। তবে বিনামূল্যে নয় নির্দিষ্ট চ্যানেল দেখতে দর্শকদের গুনতে হবে টাকা। যেসব গ্রাহক ফি দিয়ে সাবক্রাইব হবে তারাই শুধু দেখতে পাবেন পছন্দের চ্যানেল।

এটি বাস্তবায়ন করতে ইতিমধ্যে কাজও শুরু হয়েছে। এজন্য বিশ্বের নামি সব মিডিয়ার সাথে আলাপ চালিয়ে যাচ্ছেন ইউটিউব কর্তারা।


সেই তালিকায় আছে Comcast corp, NBCUniversal,VIacom Inc, Twenty-First Century Fox inc এবং CBS Group।

আপনার মন্তব্য

আলোচিত