সিলেটটুডে ডেস্ক

১৩ অক্টোবর, ২০১৬ ২২:৫৭

আসছে নকিয়ার নতুন ফোন

মোবাইল ফোনের বাজারে ফেরার চেষ্টা করছে নকিয়া।

সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ও বেঞ্চমার্কিং সাইটগুলোতে নকিয়ার একটি অ্যান্ড্রয়েডচালিত ফোনের তথ্য পাওয়া যাচ্ছে। ফোনটির মডেলের নাম ডি১ সি।

ফোনটিতে থাকছে কোয়ালকম ৪৩০ চিপসেট, অ্যাডরেনো ৫০৫ জিপিইউ, ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি রম। অ্যান্ড্রয়েডের হালনাগাদ সংস্করণ নোগাট চালিত ফোনটির পেছনে ১৩ ও সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে।

মাইক্রোসফটের কাছে নকিয়া মোবাইল ফোন ইউনিট বিক্রির পর সম্প্রতি ফোন বাজারে ফিরে আসার কথা জানায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সরাসরি ফোন তৈরির পরিবর্তে অন্য প্রতিষ্ঠানকে নকিয়া নামটি ব্র্যান্ড নাম হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছে প্রতিষ্ঠানটি। ২০১৭ সালে দুটি অ্যান্ড্রয়েডচালিত ফোন বাজারে আনার কথা বলেছে নকিয়ার কর্তৃপক্ষ। নকিয়ার ফোন তৈরি করবে ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবাল।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আপনার মন্তব্য

আলোচিত