সিলেটটুডে ডেস্ক

২৫ জানুয়ারি, ২০১৭ ১৪:৩৭

আমার এমপি ওয়েবসাইটে নাগরিক প্রশ্নের উত্তর সায়রা মহসিনের

আমার এমপি ওয়েবসাইটে এক নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন।

বুধবার (২৫ জানুয়ারি) তিনি এ প্রশ্নের উত্তর দেন।

গত ৫ ডিসেম্বর মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বাসিন্দা পরিতোষ দে স্থানীয় একটি রাস্তার দুরবস্থার বিবরণ আমার এমপি ওয়েবাসাইটে তুলে ধরে তা পাকাকরণের জন্য সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করেন।

এর জবাবে বুধবার স্থানীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন আমার এমপি ওয়েবসাইটে লেখেন, 'জনাব পরিতোষ দে কে ধন্যবাদ amarmp website-এ ৫নং চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা লঙ্গরপুর গ্রাম থেকে বাঘেরঘর জামে মসজিদ পর্যন্ত রাস্তাটি পাকাকরণে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্য আয়ের দেশে উপনীত হচ্ছে। দেশের প্রত্যেক সেক্টরে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। তার অন্যতম একটি বিভাগ হলো স্থানীয় সরকার বিভাগ। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামীণ অবকাঠামো উন্নয়নে দেশের প্রত্যেকটি গ্রামীণ কাঁচা রাস্তা, আধাপাকা রাস্তা পাকাকরণের আওতায় নেওয়ার জন্য উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে।'

তিনি লেখেন, 'মৌলভীবাজারের উক্ত রাস্তাটি অচিরেই পাকাকরণ করা হবে। এ বিষয়ে আমি amarmp website-এ বিষয়টি জানার পর ঐ এলাকার জনগনের দূর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করেছি। জনাব পরিতোষ দে ও amarmp website-কে আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন যে, তারা জনগনের সাথে আমাদের সেতুবন্ধনে এরকম মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন।'

উল্লেখ্য, জাতীয় সংসদ সদস্যদের ডিজিটাল মাধ্যমে জনগণের কাছাকাছি নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে আমার এমপি ডটকম। ইতোমধ্যেই এ ওয়েবসাইটে সকল সাংসদের ব্যক্তিগত তথ্যাবলী সংযুক্ত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত