সিলেটটুডে অনলাইন ডেস্ক

২৫ জানুয়ারি, ২০১৭ ১৬:১৬

‘হার্ট’ নামে আসছে নকিয়ার স্মার্টফোন

হার্ট’ মানে হৃদয়। হার্ট নামে নকিয়ার একটি স্মার্টফোন বাজারে আনছে ফিনল্যান্ডের প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। চলতি বছর এ স্মার্টফোনের দেখা মিলতে পারে।

ইতিমধ্যে ‘নকিয়া ৬’ নামের একটি স্মার্টফোনের ঘোষণা দিয়ে নকিয়া ব্র্যান্ডকে বাজারে ফেরানোর ঘোষণা দিয়েছে লাইসেন্স কেনা এইচএমডি গ্লোবাল। এ ছাড়া অ্যাপল ও স্যামসাংকে টেক্কা দিতে ‘পি১’ নামে একটি স্মার্টফোন বাজারে ছাড়ার গুঞ্জনও রয়েছে। এবার ‘হার্ট’ কোডনামের একটি স্মার্টফোনের তথ্য জিএফএক্সবেঞ্চ নামের বেঞ্চমার্কিং ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

ওই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নকিয়া হার্টে থাকছে অ্যান্ড্রয়েড নোগাট অপারেটিং সিস্টেম। ৫ দশমিক ২ ইঞ্চি মাপের এইচডি ডিসপ্লে, কোয়ালকমের ৪৩০ স্ন্যাপড্রাগন প্রসেসর ও ২ জিবি র‍্যাম। এর ইন্টারনাল স্টোরেজ হবে ১৬ জিবি। ফোনটির পেছনে ১২ ও সামনে ৭ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে।

আগামী ফেব্রুয়ারি মাসে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নতুন স্মার্টফোন সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
তথ্যসূত্র: গ্যাজেটস নাউ

আপনার মন্তব্য

আলোচিত