সিলেটটুডে ডেস্ক

০১ ফেব্রুয়ারি , ২০১৭ ০১:১৩

যাত্রা শুরু করলো নতুন ওয়েবসাইট কাকতাড়ুয়া ডট কম

১ ফেব্রুয়ারি (বুধবার) যাত্রা শুরু করলো বাংলা ভাষায় লেখালেখির আরেকটি নতুন ওয়েবসাইট কাকতাড়ুয়া ডট কম (kaaktadua.com)।

১৪২০ বঙ্গাব্দের পহেলা আষাঢ় সিলেটের একদল সৃষ্টিশীল তরুণ-তরুণী মিলে তৈরি করেছিলেন কাকতাড়ুয়া নামে ব্যতিক্রমধর্মী একটি সংগঠন। ওয়েবসাইট প্রকাশের মাধ্যমে সংগঠনটি ফটোগ্রাফি ও চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি বাংলা লেখালেখির জগতে একটি নতুন মাত্রা যোগ করলো। বিশ্বের যেকোন জায়গা থেকে নিবন্ধিত লেখকবৃন্দ বিভিন্ন বিষয়ের উপর কাকতাড়ুয়া ডট কমে লিখতে পারবেন।

উদ্যোক্তারা জানান, মুক্তিযুদ্ধ, দেশ, বিদেশ, ভাল খবর, গল্প, কবিতা, ভ্রমণ, খেলাধূলা, ফটোগ্রাফি, চলচ্চিত্র, দর্শন, রাজনীতি, সংস্কৃতি, রম্য এমনকি ব্যক্তিগত বিষয়েও লেখকরা এই ব্লগসাইটটিতে লিখতে পারবেন।

এদিকে কাকতাড়ুয়া ডট কমের পাশাপাশি 'কাকতাড়ুয়া ডট ওআরজি (kaaktadua.org)' নামে আরেকটি ওয়েবসাইট চালু করেছে কাকতাড়ুয়া সংগঠন। কাকতাড়ুয়া ডট কমের ডেভেলপার হিসেবে কাজ করেছেন সিলেটের আইটি ল্যাব সল্যুশন্স এবং কাকতাড়ুয়া ডট ওআরজির ডেভেলপার হিসেবে আছেন ঢাকার মৃন্ময় কুমার দাস।

কাকতাড়ুয়ার সভাপতি খলিলুর রহমান ফয়সাল বলেন, “আধুনিক যুগে মুক্তচিন্তার চমৎকার জায়গা হচ্ছে ওয়েবসাইট। সারা বিশ্বে বিভিন্ন ভাষায় সাহিত্য চর্চার পাশাপাশি মত প্রকাশের মাধ্যম হিসেবে লেখার ওয়েবসাইটগুলো বেশ জনপ্রিয়। আমরা বাংলা ভাষায় যারা লিখেন, তাদের জন্য আরেকটি নতুন প্ল্যাটফরম দিতে চাইছি। এ ওয়েবসাইটের মাধ্যমে কেউ ঘরে বসেই লিখতে, পড়তে ও আলোচনা করতে পারবেন।”

উল্লেখ্য, প্রতিষ্ঠাকালীন সময়েই বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা থেকে সিলেটসহ দেশব্যাপী 'বাংলা বানান শুদ্ধি' নামে আরেকটি প্রচারণা চালিয়েছিলো কাকতাড়ুয়া। রঙ-তুলি হাতে নগরীর বিভিন্ন অলিতে গলিতে ঘুরে ঘুরে তারা ভুল বানান ঠিক করে দেন। কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেও আলোচনায় এসেছে এই সংগঠন।

আপনার মন্তব্য

আলোচিত