নিউজ ডেস্ক

০৮ জানুয়ারি, ২০১৫ ২২:৪৮

স্ক্রিপ্টিংয়ের স্ক্রিনশট ফাঁসঃ ভয়েস কলিংয়ের জন্য স্কাইপির সঙ্গে হাত মেলাচ্ছে হোয়াটস্যাপ?

মোবাইলে চ্যাট অ্যাপ্লিকেশন হোয়াটস্যাপ ভয়েস কলিং ফিচারের জন্য স্কাইপির হাত ধরছে? ফাঁস হওয়া স্ক্রিপ্টিংয়ের স্ক্রিনশট ঘিরে এই জল্পনাই দানা বেঁধেছে।এই স্ক্রিপ্টিংয়ের স্ক্রিনশটে হোয়াটস্যাপের ভয়েস কলিং ফিচার দেখা যাচ্ছে।



যার থেকে মনে করা হচ্ছে, হোয়াটস্যাপ তাদের ভয়েস কলকে স্পাইপির সঙ্গে জুড়বে।Maktechblog-এর ফাঁস হওয়া স্ক্রিনশট থেকে স্পষ্ট হোয়াস্যাপ স্কাইপির সাহায্যেই ভয়েস কলের সুবিধা দিতে পারে।গত নভেম্বরে আইফোনের জন্য তাদের অ্যাপের আপডেটেট ভার্সন চালু করেছিল।ওই অ্যাপ দেখেই মনে করা হচ্ছিল, হোয়াটস্যাপ খুব শীঘ্রই কলিং ফিচার চালু করতে চলেছে।

আপনার মন্তব্য

আলোচিত